পাকিস্তানে তাজিয়া মিছিলে গ্রেনেড হামলায় নিহত ৩

পাকিস্তানে তাজিয়া মিছিলে গ্রেনেড হামলায় নিহত ৩

অনলাইন ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাবে তাজিয়া মিছিলে গ্রেনেড হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। গতকাল সকালে দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর জেলায় এ ঘটনা ঘটে।  

দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক ‌‘ডন’ বলছে,  বোমা হামলার ঘটনার বেশ কিছু ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেখানে দেখা গেছে পুলিশ সদস্য এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের দিকে ছোটাছুটি করছে। রাস্তার পাশে আহত লোকজনকেও পড়ে থাকতে দেখা গেছে।

পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী রাজা বাশারাত জানান, বৃহস্পতিবার তাজিয়া মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাহাওয়ালনগরে স্থানীয় সময় সকাল ১০টায় আশুরার একটি মিছিলে গ্রেনেড ছোড়ে একব্যক্তি।

ওই হামলাকারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন:


ই-অরেঞ্জের মালিকানা বদলের ‘নাটক’

হাই-টেক পার্ক নির্মাণে ৫০০০ কোটি টাকা বিনিয়োগ করছে সিটি গ্রুপ

বেড়েছে প্রজনন, চিড়িয়াখানা থেকে আপনি কিনতে পারবেন হরিণ-ময়ূর


তিনি আরও জানান, হামলায় আহতদের বাহাওয়ালপুরের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে বলেও জানান বাশারাত।  

news24bd.tv নাজিম