চলে গেলেন সংগীতশিল্পী পিলু ভট্টাচার্য

চলে গেলেন সংগীতশিল্পী পিলু ভট্টাচার্য

অনলাইন ডেস্ক

ভারতের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী পিলু ভট্টাচার্য আর নেই। বেশ কিছুদিন ধরেই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন খ্যাতনামা এই শিল্পী। দিন কয়েক আগেই বাড়ি ফিরে ছিলেন। গতকাল রাতে হঠাৎ ফের বুকে ব্যথা শুরু হয়।

হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন:


ই-অরেঞ্জের মালিকানা বদলের ‘নাটক’

হাই-টেক পার্ক নির্মাণে ৫০০০ কোটি টাকা বিনিয়োগ করছে সিটি গ্রুপ

বেড়েছে প্রজনন, চিড়িয়াখানা থেকে আপনি কিনতে পারবেন হরিণ-ময়ূর


সংগীত শিল্পী পিলু ভট্টাচার্যের ছেলে ঋতর্ষি ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় গতকাল বাবার মৃত্যু সংবাদ দিয়ে বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার বাবা পিলু ভট্টাচার্য আজ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাঁর আত্মার শান্তি কামনা করুন’।  

উল্লেখ্য, ২০১৫ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন তিনি।

প্রবাদপ্রতিম শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে।  

news24bd.tv নাজিম