কয়েক কোটি টাকা লোকসানের আশঙ্কা

দিনাজপুরে চামড়া নিয়ে চরম বিপাকে ব্যবসায়ীরা

Other

দিনাজপুরে চামড়া নিয়ে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।   সরকার নির্ধারিত মুল্যও চামড়াও কিনছে না ট্যানারী মালিকরা । চলতি মৌসুমের চামড়া নির্ধারিত সময়ের মধ্যে বিক্রি না হলে এসব চামড়া ফেলে দেয়া ছাড়া কোন উপায় থাকবেনা বলে জানান ব্যবাসায়ীরা।   এ অবস্থায় কয়েক কোটি টাকা লোকসানের আশঙ্কায় দিশেহারা তারা।

 

ট্যানারির মালিকদের কাছে এখনো ১০ কোটি টাকা বকেয়া রয়েছে  দিনাজপুরের চামড়া ব্যবসায়ীদের। ব্যাংক ঋণও মেটাতে পারেননি অনেক ব্যবসায়ী। এ অবস্থায়  এ বছর  কোরবানির  পশুর চামড়া  কিনে বিপাকে পড়েছেন তারা ।

ব্যবসায়ীদের অভিযোগ, সরকারের বেধে দেয়া প্রতি বর্গফুট চামড়া গড়ে ৪০ থেকে ৪৫ টাকা দরে কিনলেও ট্যানারী মালিকরা সেই চামড়া ২৫ থেকে ৩০ টাকায় ও কিনছে না   ।

এ অবস্থায় কয়েক কোটি  টাকা  লোকসানের আশঙ্কায় তারা ।

এদিকে  কাচা চামড়া প্রক্রিয়াজাত করে রাখার জন্য খরচ বাড়ছে। যদি নির্ধারিত সময়ে চামড়া বিক্রি না হয়, তবে ফেলে দেয়া ছাড়া কোন উপায় থাকবেনা বলে জানালেন ব্যবসায়ী নেতারা ।   

দিনাজপুরের বিভিন্ন আড়তে এখনো মজুত রয়েছে প্রায় ৮০হাজার পশুর চামড়া ।

NEWS24.TV / কামরুল