বিদেশি নাগরিকদের সরিয়ে নিয়ে আফগানিস্তানে গণহত্যা হবে: মানবাধিকার কমিশন

বিদেশি নাগরিকদের সরিয়ে নিয়ে আফগানিস্তানে গণহত্যা হবে: মানবাধিকার কমিশন

অনলাইন ডেস্ক

তালেবানদের প্রতিশোধের আশঙ্কায় আফগানদের সরিয়ে নেওয়ার জন্য মার্কিন সৈন্যদের কাবুল ত্যাগের সময়সীমা 

৩১ আগস্টে পর্যন্ত বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

জো বাইডেনের প্রতি এ আহ্বান জানিয়েছে দুটি শীর্ষ মানবাধিকার সংগঠন।

হিউম্যান রাইটস ওয়াচের ওয়াশিংটন ব্যুরোর প্রধান সারাহ হোলিভিনস্কি একটি সংবাদ সম্মেলনে বলেন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ আফগানরা নির্দিষ্ট সময়সীমার আগে বের হতে পারবে না যদি না কাবুল থেকে ফ্লাইট বাড়ানো হয়।

‘আমরা আশা করি প্রেসিডেন্ট বাইডেন মার্কিন বাহিনীর জন্য বিলম্বিত প্রস্থান ঘোষণা করবেন যাতে আরও ঝুঁকিপূর্ণ আফগানদের (তাদের) সরিয়ে নেওয়া যায়,’ হোলুইনস্কি বলেন।

আফগানিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশনের প্রধান শাহজাদ আকবর বলেন, একটি অজ্ঞাত স্থান থেকে কথা বললে আফগানরা ওয়াশিংটন কর্তৃক পরিত্যক্ত হওয়ার আশঙ্কা করে।

আকবর বলেন, আশঙ্কা হচ্ছে বিদেশি, পশ্চিমা নাগরিকদের সরিয়ে নেওয়ার পর সেখানে একটি গণহত্যা হবে।

আরও পড়ুন: 


মর্গে মৃত ৭ তরুণীকে ধর্ষণ: দুই মামলায় চার্জশিট জমা

অতীতের গৌরবগাঁথায় বর্তমানের অপরাধ আড়াল হয় না


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর