ব্রিটিশ প্রধানমন্ত্রী বললেন, প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করব

ব্রিটিশ প্রধানমন্ত্রী বললেন, প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করব

অনলাইন ডেস্ক

প্রয়োজন হলে অবশ্যই তালেবানের সঙ্গে কাজ করব। এমন আভাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বলেছেন, প্রয়োজন হলে অবশ্যই তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য।

শুক্রবার লন্ডনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন প্রকাশ করে।

বরিস জনসন বলেন, ‘আমি মানুষকে আশ্বস্ত করতে চাই, আফগানিস্তানের জন্য একটি সমাধান বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা থাকবে। প্রয়োজন হলে অবশ্যই তালেবানের সঙ্গেও আমরা কাজ করব। ’

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছিলেন, ‘তালেবানের মূল্যায়ন করা হবে তাদের কাজে, কথায় নয়। ’

আরও পড়ুন: 


মর্গে মৃত ৭ তরুণীকে ধর্ষণ: দুই মামলায় চার্জশিট জমা

অতীতের গৌরবগাঁথায় বর্তমানের অপরাধ আড়াল হয় না


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর