ই-অরেঞ্জের দুই ব্যাংক হিসাবে আছে মাত্র ৩ কোটি টাকা

ই-অরেঞ্জের দুই ব্যাংক হিসাবে আছে মাত্র ৩ কোটি টাকা

অনলাইন ডেস্ক

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ শপের দুটি ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে পুলিশ। যাতে ৩ কোটি ১২ লাখ ১৪ হাজার ৩৫৬ টাকা আছে বলে প্রতিষ্ঠানটির হিসাব বিবরণী থেকে জানা গেছে।

তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২০ জুলাই পর্যন্ত সিটি ব্যাংকের একটি হিসাবে জমা পড়ে ৬২০ কোটি ৬৭ লাখ ২০ হাজার ৭২৯ টাকা। এই সময়ের মধ্যে ৬২০ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৯৯২ টাকা তুলে নেওয়া হয়।

বর্তমানে ওই হিসাবে টাকা জমা আছে ২২ লাখ ৪৮ হাজার ৭৩৭ টাকা।

গত ২৫ ফেব্রুয়ারি ই-অরেঞ্জের ব্র্যাক ব্যাংকের হিসাবে জমা ছিল ১ হাজার টাকা। তবে গত ৩০ জুন পর্যন্ত এই ব্যাংক হিসাবে জমা পড়ে ৩৯১ কোটি ৬৭ লাখ ৬১ হাজার ৮৭৯ টাকা।

একই সময়ে এই হিসাব থেকে তুলে নেওয়া হয়েছে ৩৮৮ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার ২৫৯ টাকা।

বর্তমানে জমা আছে মাত্র ২ কোটি ৮৯ লাখ ৬৫ হাজার ৬১৯ টাকা।

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ইতিমধ্যে ই-অরেঞ্জের নামে দুটি মামলা (তেজগাঁও শিল্পাঞ্চল ও গুলশান) হয়েছে।

একটি মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক শেখ লিয়াকত আলী বলেন, ‘ই-অরেঞ্জের দুটি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য ইতিমধ্যে আমরা সংগ্রহ করেছি। তা পর্যালোচনা করা হচ্ছে।

ই-অরেঞ্জের গ্রাহকের টাকা তছরুপের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, যার নাম উঠে আসবে, তাকেই গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন গুলশান থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।

আরও পড়ুন: 


মর্গে মৃত ৭ তরুণীকে ধর্ষণ: দুই মামলায় চার্জশিট জমা

অতীতের গৌরবগাঁথায় বর্তমানের অপরাধ আড়াল হয় না


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর