বরিশালের ওয়ার্ড কাউন্সিলর মান্নাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

বরিশালের ওয়ার্ড কাউন্সিলর মান্নাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক

বরিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের (বিসিসি) ২১নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাই‌য়েদ আহ‌ম্মেদ মান্না‌কে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।  

শুক্রবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুর বো‌নের বাসা থে‌কে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন কাউন্সিলর মান্নার বড়‌ বোন কা‌নিজ ফা‌তেমা।  

মান্নার বড় বোন জানান, একদল সাদা পোশাকধারী লোক বাসায় এসে মান্না‌কে নি‌য়ে গেছে। তা‌দের পরিচয় জান‌তে চাইলে তারা প্রশাস‌নের লোক ব‌লে জানিয়েছেন।

মান্নাকে ‘কোথায় নি‌য়ে যাওয়া হ‌চ্ছে’ জান‌তে চাইলে তারা ব‌রিশা‌লের থানায় যোগা‌যো‌গ করতে ব‌লেন তারা।

আরও পড়ুন


সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যাই: প্রধানমন্ত্রী

২১ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে একটি শোকাবহ দিন: রাষ্ট্রপতি

শত শত কোটি ডলারের মার্কিন অস্ত্র এখন তা লে বানের দখলে

ভারতে পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে আফগানিস্তান


এদিকে বরিশাল কো‌তোয়া‌লি ম‌ডেল থানায় যোগাযোগ করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ব‌লেন, এই বিষয়ে আমি অবগত নই। মান্না গ্রেপ্তারের কোন তথ্যও নেই আমার কাছে। তবে আমি খোঁজখবর নিয়ে দেখছি তথ্যের সত্যতা কতটুকু।

প্রয়াত বীর মু‌ক্তি‌যোদ্ধা শেখ কুতুব উদ্দিনের ছে‌লে সিটি কাউন্সিলর মান্না। ব‌রিশা‌লে পু‌লিশ ও আওয়ামী লীগ নেতাকর্মী‌দের সংঘ‌র্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার দুই নম্বর আসামি।

news24bd.tv এসএম