রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হবে পরীমণিকে

রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হবে পরীমণিকে

অনলাইন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিকে আজ  শনিবার (২১ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় এক দিনের রিমান্ড হল তার।

গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। এরপর বিকেল ৪টা ১০ মিনিটে রিমান্ড কার্যকর করার জন্য তাকে সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আজ রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে গত ১০ আগস্ট পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। ৫ আগস্ট পরীমণি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

আরও পড়ুন


বরিশালের ওয়ার্ড কাউন্সিলর মান্নাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যাই: প্রধানমন্ত্রী

২১ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে একটি শোকাবহ দিন: রাষ্ট্রপতি

শত শত কোটি ডলারের মার্কিন অস্ত্র এখন তা লে বানের দখলে


মাদক মামলায় গত ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ওই দিন সন্ধ্যা ৭টায় তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।   

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক