প্রশাসনকে বুঝতে হবে তারা প্রজাতন্ত্রের কর্মচারী

প্রশাসনকে বুঝতে হবে তারা প্রজাতন্ত্রের কর্মচারী

Other

একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশালে যা ঘটেছে তা খুবই অপ্রত্যাশিত এবং হতাশাজনক। বরিশালের সন্তান হিসাবে এই ঘটনায় আমি ব্যাথিত, লজ্জিত।

কোনোভাবেই আওয়ামী লীগ ও প্রশাসনের এই মুখোমুখি অবস্থান প্রত্যাশিত নয়। এতে করে বরিশালের উন্নয়নই শুধু ব্যাহত হবে না রাষ্ট্রের জন্য একটা মন্দ নজির তৈরী হবে।

সবাইকেই সহনশীল হতে হবে, ধৈর্য্যশীল হতে হবে, আইন মানতে হবে।

প্রশাসনকে বুঝতে হবে তারা প্রজাতন্ত্রের কর্মচারী। জনগনের পয়সায় তাদের বেতন ভাতা হয়। তারা শুধুই জনগণের সেবক অন্য কিছু নয়।

জনগনের আকাঙ্খাকে সম্মান করতে হবে। এটা ভুলে গেলে চলবে না যে রাজনীতিবিদরাই দেশ চালায়, তারাই মন্ত্রী, এমপি, মেয়র হয়। প্রশাসন তাদের সহায়তা করে মাত্র। সারা পৃথিবীতেই এই নিয়ম।

আরও পড়ুন:

ইংরেজি হরফে বাংলা: বলতে চায় একটা অর্থ হয় আরেকটা

এবার পরীমণির জীবনী নিয়ে নির্মিত হবে সিনেমা!

নায়ক রাজ রাজ্জাককে হারানোর ৪ বছর আজ

রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হবে পরীমণিকে


রাজনীতিবিদদেরও তাদের দ্বায়িত্ব কর্তব্য ভুলে গেলে চলবে না। তারা জনপ্রতিনিধি। জনগন তাদের ভোট দেয়। তারাও জনতার সেবক। সুতরাং জনগণ ভুক্তভোগি হবে এটা কোনো পক্ষের কাছ থেকেই কাম্য নয়। জনগনই শেষ কথা..।

news24bd.tv/ নকিব