আফগান ছেড়ে আসা এখনো ঝুঁকিমুক্ত নয়: বাইডেন

আফগান ছেড়ে আসা এখনো ঝুঁকিমুক্ত নয়: বাইডেন

অনলাইন ডেস্ক

আমেরিকান পাসপোর্টধারীদের কাবুল বিমানবন্দরে আসতে বাধা না দিলেও প্রত্যাহার কার্যক্রম একবারে ঝুঁকিমুক্ত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সাথে তালেবান বাহিনীর সাথে যুক্তরাষ্ট্রের এই দীর্ঘ লড়াইয়ের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেও নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কাবুল থেকে এই প্রত্যাহার কার্যক্রমে মার্কিন নাগরিকদের অগ্রাধিকার দেয়া হচ্ছে জানিয়ে বাইডেন বলেন, “প্রায় ৫০ থেকে ৬০ হাজার আফগান সহযোগী দেশটি ছাড়তে চায়।

তাদের সবাইকেই ফিরিয়ে আনা হবে, কিন্তু আমরা অবশ্যই আগে মার্কিন নাগরিকদের অগ্রাধিকার দেবো। “

বাইডেন আরও বলেন, ‘প্রাণহানির ঝুঁকি একেবারেই থাকবে না, এটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে কমান্ডার-ইন-চিফ হিসেবে আমি এতটুকু বলতে পারি, সবাইকে নিরাপদে ফেরাতে আমাদের যত শক্তি আছে, সবই প্রয়োগ করা হবে। ’

আরও পড়ুন:

ইংরেজি হরফে বাংলা: বলতে চায় একটা অর্থ হয় আরেকটা

এবার পরীমণির জীবনী নিয়ে নির্মিত হবে সিনেমা!

রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হবে পরীমণিকে

২১ আগস্ট নিহতদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা


যদিও মার্কিন নাগরিকদের কাবুলে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে জানিয়ে শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছে, আফগানিস্তান ছাড়তে চাওয়া আমেরিকানদের পিটিয়েছে তালেবান সেনারা।

news24bd.tv/ নকিব