কুষ্টিয়া-হরিপুর সেতুর ঢালে ধস

কুষ্টিয়া-হরিপুর সেতুর ঢালে ধস

Other

প্রতিরক্ষা বাধে ধসের পর এবার শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর ঢালে ধস দেখা গেছে।

সেতুর হরিপুর প্রান্তে পূর্বপাশের ঢাল থেকে ৪/৫ মিটার অংশ ধসে গেছে। সেখান থেকে ৯টি ব্লক খসে পড়েছে। বের হয়ে গেছে ভেতরের বালু।

সেতুর নির্মাতা প্রতিষ্ঠান এলজিইডি আজ দুপুরে সেখানে আবার বালু মাটি ভরে মেরামতের কাজ করছে।

আরও পড়ুন:

ইংরেজি হরফে বাংলা: বলতে চায় একটা অর্থ হয় আরেকটা

এবার পরীমণির জীবনী নিয়ে নির্মিত হবে সিনেমা!

কাবুলে মার্কিনিদের পিটিয়েছে তালেবান: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আফগান ছেড়ে আসা এখনো ঝুঁকিমুক্ত নয়: বাইডেন


এর আগে গত ১৫ আগস্ট এই সেতুর প্রতিরক্ষা বাধে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। সেখানে বালুর বস্তা ফেলে প্রতিরক্ষার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

news24bd.tv/ নকিব