‘তৃতীয় দফা রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পরীমনি’

ফাইল ছবি

‘তৃতীয় দফা রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পরীমনি’

অনলাইন ডেস্ক

মাদক মামলায় তৃতীয় দফায় রিমান্ড শেষে আজ শনিবার দুপুরে আদালতে তোলা হয়েছে পরীমনিকে। তবে তার বিরুদ্ধে আর রিমান্ড চাইবে না বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এর আগে পরীমণিকে প্রথম দফায় চার দিন, দ্বিতীয় দফায় দু'দিন এবং তৃতীয় দফায় একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে মামলার তদন্ত সংস্থা সিআইডি।

তবে আবার রিমান্ডে না নিলেও এই নায়িকাকে আটক রাখার আবেদনে পরিদর্শক কাজী গোলাম মোস্তফা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফা রিমান্ডে পরীমণি ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন।

তাই এ আসামিকে কারাগারে আটক রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে পালাতে পারেন।

আরও পড়ুন:

ইংরেজি হরফে বাংলা: বলতে চায় একটা অর্থ হয় আরেকটা

এবার পরীমণির জীবনী নিয়ে নির্মিত হবে সিনেমা!

কাবুলে মার্কিনিদের পিটিয়েছে তালেবান: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আফগান ছেড়ে আসা এখনো ঝুঁকিমুক্ত নয়: বাইডেন


উল্লেখ্য, গত ৪ আগস্ট পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‍্যাব। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে তারা।

এছাড়া ড্রয়িংরুমের কাবার্ড, শো-কেস, ডাইনিংরুম এবং বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল মদের বোতল উদ্ধার করা হয় বলেও দাবি করা হয়। এরপর র‍্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমণি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

news24bd.tv/ নকিব