সূরা ইয়াসিন পাঠে দুনিয়ার জীবনের যে উপকার

সূরা ইয়াসিন পাঠে দুনিয়ার জীবনের যে উপকার

অনলাইন ডেস্ক

পবিত্র কোরআনুল কারিমের ৩৬তম সূরা হল সূরা ইয়াসিন। এই সূরাকে কুরআনের হৃদয় বলা হয়েছে। সুরাটিতে রয়েছে ৮৩টি আয়াত, পাঁচটি রুকু এবং ৭টি মুবিন। সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে হাদিসের অনেক বর্ণনা রয়েছে।

এ সূরা নিয়মিত তেলাওয়াত ও আমলের রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত।  

গোনাহ মাফের মাধ্যম সূরা ইয়াসিন

প্রতিদিনের কাজ-কর্মে মানুষ অনেক ভুল-ত্রুটি করে থাকে। আর এসব ভুল-ত্রুটি করা গোনাহের কাজ। গোনাহ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে।

আর জাহান্নাম থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হলো আল্লাহর অনুগ্রহ ও নেক আমল করা।

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তার ওই রাতের সব গোনাহ মাফ করে দেবেন। ' (দারেমি)

আরও পড়ুন


আমেরিকায় আটকে পড়া আফগানিস্তানের অর্থ ফেরত দেয়ার আহ্বান জানিয়েছে তালেবান

গ্রেনেড হামলা ছিল তৎকালীন সরকার ও রাষ্ট্রীয় পৃষ্টপোষকতার চক্রান্ত

অনেক ব্যস্ততায় প্রকৃতি দেখতে আমরা ভুলে গেছি


হজরত ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার বিগত জীবনের সব গোনাহ ক্ষমা করে দেবেন। ' (বায়হাকি,আবু দাউদ) 

মহান আল্লাহ তাআলা সকল মুসলিম মুমিনকে নেক আমল করার তাওফিক দান করুন। আমিন।  

news24bd.tv রিমু