পদ্মার ভাঙনে দিশেহারা মুন্সিগঞ্জের বাসিন্দারা, পানির নিচে তিন গ্রাম

পদ্মার ভাঙনে দিশেহারা মুন্সিগঞ্জের বাসিন্দারা, পানির নিচে তিন গ্রাম

Other

প্রমত্তা পদ্মার ভাঙনে মুন্সিগঞ্জের কামারখাড়া এলাকার তিনটি গ্রামের তিন কিলোমিটার এলাকা পানির নিচে তলিয়ে গেছে। নদীগর্ভে বিলীন হয়েছে কৃষিজমি ও বসতভিটা। প্রতিবছরই এমন ভাঙনের কবলে পড়তে হয় এখানকার মানুষদের। তাই অনেক আগে থেকেই একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন এই এলাকার মানুষ।

 

পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা মুন্সিগঞ্জের কামারখাড়া ইউনিয়নের বাসিন্দারা। প্রতিবছরই নদীগর্ভে যায় শত শত বসতবাড়ি আর ফসলী জমি। গেল কয়েক দিনে প্রায় ৩০ বসতবাড়ি ও কয়েক একর জমি পানিতে তলিয়ে গেছে। হুমকিতে আছে কয়েকশত বাড়ি ও জমি।

স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে বাঁধ র্নিাণের প্রতিশ্রুতি পেলেও কার্যত কোনো ব্যবস্থাই নেয়া হয় নি।

আরও পড়ুন


মেক্সিকোর পূর্বাঞ্চলীয় উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ৮

আফগানিস্তানের পুনর্গঠনে তুরস্ককে প্রয়োজন: তালেবান

বাদশাহ আমানুল্লাহ, আফগানিস্তান, বাচ্চায়ে সকাও এবং সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে

টি-স্পোর্টসে আজকের খেলা


দ্রুত ব্যবস্থা না নিলে নদী তীরবর্তী বসতবাড়ি ও কৃষি জমির সাথে সাথে হারিয়ে যাবে গোটা কামারখাড়া ইউনিয়ন, এমনটাই আশঙ্কা স্থানীয় ইউপি চেয়ারম্যানের।

এদিকে, ভাঙন রোধে ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার কথা বললেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, ভাঙন রোধে এরইমধ্যে যে প্রকল্প হাতে নেয়া হয়েছে তার নির্মাণ ব্যয় প্রায় ৪শ ৪৬ কোটি টাকা।

news24bd.tv রিমু