সৌদি আরব, কাতার ও কুয়েতে নিষিদ্ধ অক্ষয়ের ‘বেল বটম’

সৌদি আরব, কাতার ও কুয়েতে নিষিদ্ধ অক্ষয়ের ‘বেল বটম’

অনলাইন ডেস্ক

সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘বেল বটম’। সিনেমাটি এরই মধ্যে ভারতে বেশ সাড়া ফেললেও এটিতে প্রদর্শনের উপযোগী নয় বলে নিষিদ্ধ করেছে সৌদি আরব, কাতার ও কুয়েত।

বলিউড হাঙ্গামা ওয়েবসাইটকে এক সূত্র জানিয়েছে, মূল আপত্তিটা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ‘বেল বটম’-এর শেষের অর্ধেক নিয়েই তারা নাখোশ।

তাদের মতে, ১৯৮৪ সালের উড়োজাহাজ হাইজ্যাকের সত্যঘটনা সিনেমাটিতে দেখানো হয়েছে। তাতে একপর্যায়ে সন্ত্রাসীরা বিমানটিকে পাকিস্তান থেকে নিয়ে যায় দুবাইতে।

দুবাই কর্তৃপক্ষের মতে, দুবাইয়ের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাখতুম নিজে ওই পরিস্থিতির দেখভাল করেছিলেন। তার নেতৃত্বেই আরব আমিরাতের কর্মকর্তারা সন্ত্রাসীদের আটক করে।

কিন্তু সিনেমাটিতে ভারতীয় কর্মকর্তাদেরকেই (অক্ষয় কুমার যার চরিত্র করেছেন তিনিসহ) হিরো হিসেবে তুলে ধরা হয়েছে। এমনকি দুবাইয়ের প্রতিরক্ষামন্ত্রীকে একেবারে আড়ালেই রাখা হয়েছে সিনেমাজুড়ে।  

আরও পড়ুন:

ছবি করার কথা বলে ঘরে ডেকে শার্লিন চোপড়াকে যৌন হেনস্তা করে সাজিদ

ইরানের পরমাণু সমঝোতা: যুক্তরাষ্ট্রের হতাশা নিয়ে যা বলল রাশিয়া

দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম, কার্যকর আজ থেকেই

তরকারিতে বেশি তেল পড়ে গেলে কী করবেন জেনে নিন


উল্লেখ্য, এই সিনেমায় আরব আমিরাতের এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। তার কোড নেম বেল বটম। সিনেমাটি পরিচালনা করেছেন রণজিত এম তিওয়ারি।

news24bd.tv/ নকিব