দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবিতে আন্দোলন পরিচালনা কমিটির উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১১টায় বড়পুকুরিয়া কয়লা খনির মোড় থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরে তাপ বিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে শ্রমিকরা মানববন্ধন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদসহ অন্যান্য শ্রমিকেরা।
আরও পড়ুন:
ছবি করার কথা বলে ঘরে ডেকে শার্লিন চোপড়াকে যৌন হেনস্তা করে সাজিদ
সৌদি আরব, কাতার ও কুয়েতে নিষিদ্ধ অক্ষয়ের ‘বেল বটম’
দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম, কার্যকর আজ থেকেই
তরকারিতে বেশি তেল পড়ে গেলে কী করবেন জেনে নিন
মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, গত ৪ বছর ধরে ১৪৩ জন শ্রমিক নিয়োগের দাবিতে বিক্ষোভ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী করে আসলেও এখন পর্যন্ত নিয়োগ দেয়া হয়নি। অনেকবার আশ্বাস দিলেও তা তাপ বিদ্যুৎ কর্তৃপক্ষ পুরন করেনি। তবে নাম মাত্র ২০জন শ্রমিকের নিয়োগ প্রদান করেছে। অতি দ্রুত বাকী শ্রমিকদের নিয়োগ দেওয়ার জন্য মানববন্ধনে দাবি জানায় শ্রমিকরা।
news24bd.tv/ নকিব