কাবুল বিমানবন্দরের বাইরে ভিড়ে পদদলিত হয়ে ৭ জন আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সেনাবাহিনী।
ব্রিটিশ সেনাবাহিনী জানিয়েছে, বিমানবন্দর এলাকার পরিস্থিতি খুব খারাপ। তবু সতর্কতার সঙ্গে ব্রিটিশ নাগরিকদের উদ্ধার করা হচ্ছে।
বিবিসি জানায়, দেশ ছাড়ার জন্য কাবুল বিমানবন্দরের বাইরে জড়ো হয়েছিলেন আফগান নাগরিকেরা। বিমানবন্দরের দেয়াল টপকাতে পারলেই তালেবানদের হাত থেকে মিলবে মুক্তি। তার আগেই মর্মান্তিক দুর্ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটে।
সূত্র : বিবিসি
news24bd.tv/ নকিব