নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় তিন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
শনিবার (২১ আগস্ট) গভীর রাতে ভাসানচর থানা থেকে ২/৩ কিলোমিটার দূর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা হলেন- ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ১০ নম্বর ক্লাস্টারের আবুল কালামের ছেলে ওসমান (১৮), ৫৬ নম্বর ক্লাস্টারের হোসাইনের ছেলে সালামাতুল্লাহ (২১) ও ২৬ নম্বর ক্লাস্টারের নুর মোহাম্মদের ছেলে আজিজ (২৬)।
আরও পড়ুন:
বরিশাল সদরের সেই ইউএনওর বিরুদ্ধে ২ মামলার আবেদন
মির্জা আব্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের
মাহফুজ আনাম ও তার স্ত্রীর সম্পদের উৎস জানতে চাই: অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস
সম্পত্তি নিয়ে বিরোধ, বোনের হাতে বোন খুন
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, শনিবার রাতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে তিন রোহিঙ্গা পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন সিভিল টিম তাদের আটক করে ভাসানচর থানায় হস্তান্তর করে।
news24bd.tv নাজিম