খুলনা বিভাগে আবারও বেড়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৩২ জনের। এর আগে গতকাল শনিবার খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়।
রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ চারজন করে মৃত্যু হয়েছে খুলনা ও যশোরে। এ ছাড়া নড়াইল, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় দুইজন করে মারা গেছেন।
আরও পড়ুন
বরিশাল সদরের সেই ইউএনওর বিরুদ্ধে ২ মামলার আবেদন
মাহফুজ আনাম ও তার স্ত্রীর সম্পদের উৎস জানতে চাই: অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস
সম্পত্তি নিয়ে বিরোধ, বোনের হাতে বোন খুন
যশোরের ঝিকরগাছা ব্রিজ নির্মাণের প্রতিবাদে মানবন্ধন
NEWS24.TV / কামরুল