আমিরাতে করোনারোধে কঠোর আইন, গাদাগাদি করে থাকলেও জরিমানা

আমিরাতে করোনারোধে কঠোর আইন, গাদাগাদি করে থাকলেও জরিমানা

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে কঠোর  ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। স্বাস্থ্যবিধি না মানলে বড় অংকের জরিমানা করার কথা ঘোষণা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট জানায়, মিথ্যা তথ্য দিয়ে কোয়ারেন্টাইনে না থাকা এবং স্বাস্থ্যবিধি না মানলে সাড়ে পাঁচ হাজার ডলার পর্যন্ত জরিমানা গুনতে হবে। এছাড়া ইচ্ছে করে দেশের বাইরে থেকে শরীরে করোনাভাইরাস বহন করে নিয়ে এলে তাকেও এই পরিমান অর্থদণ্ড দিতে হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন:

বরিশাল সদরের সেই ইউএনওর বিরুদ্ধে ২ মামলার আবেদন

মাহফুজ আনাম ও তার স্ত্রীর সম্পদের উৎস জানতে চাই: অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস

পাবজি-ফ্রি ফায়ার নিয়ে হাইকোর্টের রায়ের বিপক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা


এছাড়া করোনায় আক্রান্ত কেউ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বাইরে বের হলে প্রাণঘাতী এ ভাইরাস ছড়ানোর অভিযোগে তার জরিমানার অঙ্ক দ্বিগুণ করা হবে। এক ফ্ল্যাটে গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারীদেরও এ শাস্তির আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

news24bd.tv/ নকিব