ফেনসিডিল, ইয়াবাসহ আবাসিক হোটেল থেকে দুই পুলিশ আটক

ফেনসিডিল, ইয়াবাসহ আবাসিক হোটেল থেকে দুই পুলিশ আটক

অনলাইন ডেস্ক

যশোরের একটি আবাসিক হোটেল থেকে দুই পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। গতকাল রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের জন্যে বিশেষভাবে তৈরি চারটি পাইপ লাইটার উদ্ধার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- মুজাহিদ (২৭) ও আজম মোল্যা (৩০)।

তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা রুজু হয়েছে। আজ  দুপুরে তাদের দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, পুলিশ কনস্টেবল মুজাহিদ (কং- ১৭৩৪) ও আজম মোল্যা (কং-১৩১১৬, বরখাস্ত ) যশোর আবাসিক হোটেলের ৪১০ নম্বর কক্ষে অবস্থান করছিলেন।   গোপন সংবাদে কসবা পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল আলম সেখানে অভিযান চালান।

  সেখানে তাদের হেফাজত থেকে ২ বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের জন্যে বিশেষভাবে তৈরি লাইটার উদ্ধার করেন।

আরও পড়ুন:


বরিশাল সদরের সেই ইউএনওর বিরুদ্ধে ২ মামলার আবেদন

মির্জা আব্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

মাহফুজ আনাম ও তার স্ত্রীর সম্পদের উৎস জানতে চাই: অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস

সম্পত্তি নিয়ে বিরোধ, বোনের হাতে বোন খুন


তিনি জানান, এ দু'জন মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

আটক মুজাহিদ যশোরের চাঁচড়া ফাঁড়িতে কর্মরত। তার বাড়ি বাগেরহাট জেলার জয়গাছি গ্রামে। বাবার নাম আব্দুল জব্বার মোল্যা। এছাড়া আজম মোল্যা ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন এবং সাময়িক বরখাস্ত। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

news24bd.tv নাজিম