টসটসে পেয়ারায় ভরে গেছে চট্টগ্রামের পটিয়া চন্দনাইশের পাহাড়

Other

টসটসে পেয়ারায় ভরে গেছে চট্টগ্রামের পটিয়া চন্দনাইশের পাহাড়। পটিয়া ও চন্দনাইশে উৎপাদিত পেয়ারা পুষ্টিগুণে সমৃদ্ধ, স্বাদেও অনন্য। তাই কেলিশহরের কাজী পেয়ারা ও কাঞ্চননগরের পেয়ারায় এখন বাজার ছেয়ে গেছে। কোটি টাকা বিক্রি ছাড়িয়ে যাওয়ায় খুশি চাষিরা।

আর পেয়ারার দাম এবার বেশি হওয়ায় হতাশ ক্রেতারা।  

চট্টগ্রামের পটিয়া ও চন্দনাইশের পাহাড়জুড়ে শুধু পেয়ারা আর পেয়ারা। এখানকার পেয়ারার সমাদর শুধু দেশেই নয়, রয়েছে বিদেশেও। উৎপাদন হচ্ছে, শত শত টন পেয়ারা।

কিন্তু এর দুই-তৃতীয়াংশ বাগানেই নষ্ট হচ্ছে হিমাগারের অভাবে। এ নিয়ে হতাশা থাকলেও এই মৌসুমে পেয়ারার দাম  পেয়ে খুশি চাষিরা।

প্রতিদিন সকাল বিকেল স্থানীয় বাজার গুলোতে বসছে পেয়ারার হাট। পেয়ারার বাম্পার ফলনে কৃষকের সাথে খুশি কৃষি কর্মকর্তারাও।

চন্দনাইশের পেয়ারা খেতে অনেকটা সুস্বাদু। তাই দেশজুড়ে ছড়িয়ে পড়ছে সুনাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেপারিরা ছুটে আসে এই এলাকার পেয়ারা নিতে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তা ও উন্নত জাতের পেয়ারা চাষের সুযোগ পেলে আরও বেশি লাভবান হতে পারতো বলে মনে করছেন চাষিরা।

আরও পড়ুন


বরিশাল সদরের সেই ইউএনওর বিরুদ্ধে ২ মামলার আবেদন

মাহফুজ আনাম ও তার স্ত্রীর সম্পদের উৎস জানতে চাই: অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস

সম্পত্তি নিয়ে বিরোধ, বোনের হাতে বোন খুন

যশোরের ঝিকরগাছা ব্রিজ নির্মাণের প্রতিবাদে মানবন্ধন


NEWS24.TV / কামরুল