বটগাছের মগডালে বসে আছেন ৫০ বছর বয়স্ক আমেনা খাতুন। তাকে গাছে দেখে হতবাক স্থানীয়রা। অনেক আকুতি করেও তাকে নামাতে পারেনি স্থানীয়রা। অবশেষে নিরুপায় হয়ে সংবাদ দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
রোববার (২২ আগস্ট) রাত ৮টার দিকে সাভার পৌরসভা এলাকার নামাবাজারে ঘটে এ ঘটনা।
আমেনা বেগম ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার কাশির চরণ গ্রামের মৃত রশিদ মিয়ার স্ত্রী।
তিনি রেডিও কলোনি এলাকার নয়াবড়িতে থাকতেন। স্থানীয়রা জানান, নামাবাজারের পঞ্চবটী আশ্রমের বটগাছের ওপরে উঠে এক নারীকে বসে থাকতে দেখেন এলাকাবাসী।
ঘটনাটি সাভার ফায়ার সার্ভিসে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে ওই নারীকে বটগাছ থেকে নামানোর চেষ্টা করে। কয়েক ঘণ্টা চেষ্টা চালানোর পর রাত ৮টার দিকে তাকে গাছ থেকে নামানো হয়।
এ ব্যাপারে কথা হয় সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জহিরুল ইসলামের সঙ্গে।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পরেছি তিনি মানসিক ভারসাম্যহীন। মূলত গাছটির একটি ডালে তিনি বসে ছিলেন। মাটি থেকে উচ্চতা প্রায় ৫০ ফিট হবে। নানাভাবে বুঝিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় তাকে নামিয়ে আনা হয়।
আরও পড়ুন:
কুপিয়ে ভুড়ি বের করে মৃত্যু নিশ্চিত করতে হাসপাতালেও হামলা চালায় ‘খুনিরা’
আফগান সংকট নিয়ে জি-৭ নেতাদের নিয়ে বৈঠক ডেকেছে যুক্তরাজ্য
news24bd.tv তৌহিদ