আফগানিস্তানে আটকা পড়া বাংলাদেশিদের দ্রুতই ফেরানো হবে: প্রতিমন্ত্রী

আফগানিস্তানে আটকা পড়া বাংলাদেশিদের দ্রুতই ফেরানো হবে: প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, আফগানিস্তানে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের আগামী সপ্তাহের মধ্যে দেশে ফেরানো হবে।

 রোববার (২২ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে যে কয়জন বাংলাদেশি আফগানিস্তানে আটকা পড়েছেন আমরা খুবই আশাবাদী শিগগিরই তারা বাংলাদেশে ফেরত আসতে পারবেন। আমরা ত্রিপক্ষীয় মাধ্যমে কিছু মানুষের সহায়তায় বেশ অনেক দূর এগিয়েছি।

শুধু তাসখন্দ নয়, বিভিন্ন স্থান দিয়ে তাদের ফেরত আনা হবে। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে তাদের দেশে ফেরত আনা যাবে। ’

তাসখন্দের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, এখন পর্যন্ত আফগানিস্তানে ২৭ বাংলাদেশি নাগরিকের আটকে পড়ার তথ্য পেয়েছে দূতাবাস। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে কিছুটা সময়তো লাগবে।

তবে তাদের দ্রুত সময়ের মধ্যে দেশে ফেরানো জন্য দূতাবাস চেষ্টা করছেন।

NEWS24.TV / কামরুল