খুলনায় ৩ মাস পর করোনায় মৃত্যু শূন্য

খুলনায় ৩ মাস পর করোনায় মৃত্যু শূন্য

অনলাইন ডেস্ক

খুলনার ৫টি করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। ৩ মাস পর খুলনার হাসপাতালে করোনায় মৃত্যু শূন্য।  

এর আগে ২৫ মে খুলনার হাসপাতালে করোনায় কারো মৃত্যু হয়নি। ২৪ জুন খুলনা জেলায় করোনায় কেউ মারা যাননি।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল,খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ও খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।

হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমানও জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোন রোগী মারা যাননি।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোন রোগী মারা যাননি।

আরও পড়ুন:


শেষ স্লাব বসছে, পদ্মা সেতুতে আজ পূর্ণাঙ্গ রূপ পাবে সড়কপথ

নোয়াখালীতে ওবায়দুল কাদেরকে এ কী বললেন আ.লীগ নেতা!

বরিশালে ইউএনও’র বাসায় হামলার ঘটনা দুই পক্ষের সমঝোতা

আফগানিস্তানে আটকা পড়া বাংলাদেশিদের দ্রুতই ফেরানো হবে: প্রতিমন্ত্রী


NEWS24.TV / কামরুল