জাতীয়ভাবে ‘শেখ রাসেল দিবস’ পালনের প্রস্তাব মন্ত্রীসভায় অনুমোদন

জাতীয়ভাবে ‘শেখ রাসেল দিবস’ পালনের প্রস্তাব মন্ত্রীসভায় অনুমোদন

অনলাইন ডেস্ক

জাতীয়ভাবে দেশে 'শেখ রাসেল দিবস' পালনের প্রস্তাব মন্ত্রীসভায় অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিবছর ১৮ অক্টোবর, শেখ রাসেলের জন্মদিনে এই দিবস পালন করা হবে বলে প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।

মন্ত্রীসভা বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রতিবছর ১৮ অক্টোবর জাতীয়ভাবে পালিত হবে শেখ রাসেল দিবস। শেখ রাসেল দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ শেখ রাসেল দিবস পালনের প্রস্তাব দেয় এবং এর যৌক্তিকতা মন্ত্রিসভায় পেশ করলে আজ মন্ত্রিসভা বৈঠকে তা অনুমোদিত হয়।

আরও পড়ুন:

আপাতত গণটিকা কার্যক্রম বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

কাবুলে উদ্ধার তৎপরতায় যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত

তালেবানকে ৮,৫০০ কোটি ডলারের অস্ত্র দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র: নিকি হ্যালি

বিমানে আফগান নারীর সন্তান প্রসব, শিশুর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন


প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।

news24bd.tv/ নকিব