ভারতকে আফগানিস্তান সংকট থেকে শিক্ষা নেওয়ার আহ্বান মেহবুবা মুফতির

ভারতকে আফগানিস্তান সংকট থেকে শিক্ষা নেওয়ার আহ্বান মেহবুবা মুফতির

অনলাইন ডেস্ক

জম্মু-কাশ্মীরের লোক ধৈর্য হারালে পরিস্থিতি কাবুলের মতো হবে বলে মনে করছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এজন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে আফগানিস্তান সংকট থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) এ নেতা ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শনিবার মোদি সরকারকে উদ্দেশ করে মুফতি বলেন, ‘আপনাদের বারবার বলছি- দয়া করে ধৈর্যের পরীক্ষা নেবেন না। পরিস্থিতি বুঝুন এবং নিজেদের শুধরে নিন।

কাশ্মীরিদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের বাঁধ ভাঙলে মোটেই ভালো হবে না। ’

কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে বরাবরই সরব বিজেপির সাবেক জোটসঙ্গী পিডিপির নেতা মেহবুবা মুফতি।

কেন্দ্রকে একাধিকবার কাশ্মীরের মানুষ- এমনকি পাকিস্তানের সঙ্গেও আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন তিনি।

মুফতি বলেন, ‘আমেরিকা মহাশক্তিধর। তারপরও তাদের আফগানিস্তান থেকে পালাতে হচ্ছে। ’

‘তালেবান তাদের পালাতে বাধ্য করেছে। আপনাদের কাছে তো এখনো সময় আছে। সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ির মতো কাশ্মীর নিয়ে আলোচনা শুরু করুন। খুব বেশি দেরি হওয়ার আগে নিজেদের ভুল শুধরে নিন’ বলেন জম্মু-কাশ্মীরের সাবেক এ মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: 

ননদ-ভাবিকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাঙামাটিতে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

একদিনে করোনা শনাক্ত ৫৭১৭


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর