নিখোঁজের আড়াই ঘণ্টা পর মরদেহ উদ্ধার

নিখোঁজের আড়াই ঘণ্টা পর মরদেহ উদ্ধার

Other

নিখোঁজের প্রায় আড়াই ঘণ্টা পর সাতক্ষীরা সাব রেজিস্ট্রি অফিসের নকলনবিশ মহিবুল্লাহ তরুর (৪০) মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। রোববার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নিখোঁজ হন তিনি।

মহিবুললাহ তরু সাতক্ষীরা সদর উপজেলার শাল্যে গ্রামের মৃত দ্বীন আলী সরদারের ছেলে।

পুলিশ ও তার পারিবারিক সূত্র জানায়, মহিবুললাহ তরুসহ তার কয়েকজন সহকর্মী প্রতিদিন সন্ধ্যার পর হাটতে বের হন এবং শারীরিক ব্যয়াম শেষে পৌর দীঘিতে গোসল করে বাড়িতে ফেরেন।

প্রতিদিনের ন্যায় (রোববার) তিনিসহ তার অপর এক সহকর্মী রাত ৮টার দিকে পৌর দীঘিতে গোসল করতে নেমে সাঁতরে দীঘির মাঝখানে যান। এসময় হঠাৎ করে তিনি
অসুস্থ হয়ে পড়লে তার সহকর্মী তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে দীঘির ঘাটে ফিরে আসেন। পরে গিয়ে তাকে আর পাননি।

এসময় ঘটনাটি জানাজানি হলে পৌর দীঘি ঘিরে হাজার হাজার মানুষের ভীড় জমে।

ফায়ার সার্ভিসের সাতক্ষীরা স্টেশনে ডুবুরি দলের সদস্যরা না থাকায় খবর দেওয়া হয় খুলনা স্টেশনে। রাত ৯টার দিকে সাতক্ষীরায় পৌঁছান ডুবুরী দল। এরপর তারা নিখোঁজ মহিবুললাহ তরুর সন্ধানে নামেন এবং প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটে মহিবুললাহ তরুর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন।

পরিবারের সদস্যরা জানান, মহিবুললাহ তরুর হার্টের সমস্যা ছিল।

হয়তো মাঝ দীঘিতে গিয়ে তিনি হার্টে সমস্যা অনুভব করে আর ফিরতে পারেননি।  

আরও পড়ুন: 

ননদ-ভাবিকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাঙামাটিতে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

একদিনে করোনা শনাক্ত ৫৭১৭


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর