দেশের একমাত্র ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র হচ্ছে যশোরে

Other

ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালী। এলজিইডি ও ইউএসএআইডির যৌথ উদ্যোগে এখানে নির্মাণ করা হচ্ছে দেশের একমাত্র ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও আধুনিক বাজার। ফুল চাষীদের দীর্ঘদিনের এ দাবি পূরণ হওয়ায় ফুল চাষে নতুন সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

দেশের মোট চাহিদার ৭০ শতাংশ ফুল সরবরাহ করা হয় যশোরের ঝিকরগাছার গদখালী থেকে।

তবে এ অঞ্চলে ফুল সংরক্ষণের জন্য কোনো প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র  ও আধুনিক মার্কেট না থাকায় ফুল উৎপাদনের ভরা মৌসুমে কৃষককে নানা সমস্যায় পড়তে হয়।

এ কারণে এ অঞ্চলে একটি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র  ও আধুনিক মার্কেট নির্মাণের দাবি জানিয়ে আসছিল কৃষকরা।

অবশেষে এলজিইডি ও আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসএআইডির যৌথ উদ্যোগে গদখালীর পানিসারায় গড়ে তোলা হচ্ছে আধুনিক ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও আধুনিক মার্কেট। এতে খুশী কৃষকরা।

ফুলের মার্কেটকে কেন্দ্র করে এরই মধ্যে সড়ক যোগাযোগের উন্নয়নসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বাস্তবায়ন হলে এ অঞ্চলের ফুলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ফুল চাষের ওপর প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল গদখালী ও তার আশপাশ এলাকার প্রায় লক্ষাধিক মানুষ।

আরও পড়ুন: 


ননদ-ভাবিকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাঙামাটিতে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

একদিনে করোনা শনাক্ত ৫৭১৭


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর