চাঁপাইনবাবগঞ্জে যানবাহনে গণডাকাতি

চাঁপাইনবাবগঞ্জে যানবাহনে গণডাকাতি

Other

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সোনাজল ফলিমারি বিল নামক স্থানে ৩টি ঢাকাগামী বাস, ১৫টি মোটরসাইকেলসহ প্রায় ৩২টি যানবাহনে গণ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

ডাকাতরা যাত্রীদের মারধর করে নগদ অর্থ, মোবাইলসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এতে ৫যাত্রী আহত হয়েছে।

বর্তমানে তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে ভোলাহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৩টি বাস, অন্তত ১৫টি মোটরসাইকেল কয়েকটি ট্রাক-পিকআপসহ ৩২টি যানবাহন ভোলাহাট-কানসাট সড়কের সোনাজল ফলিমারি বিলে পৌঁছালে ধারালেঅ অস্ত্র ও লাঠিসোঠাসহ ১৫/১৬জনের ডাকাত দল রাস্তায় ট্রলি দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে যানবাহনগুলোতে গণডাকাতি শুরু করে। এসময় তারা যাত্রীদের মারধর করে নগদ অর্থ, মোবাইল ফোনসহ নারীদের স্বার্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ডাকাতরা পালিয়ে যায়।

ভোলাহাট থানার ওসি মাহবুবুর রহমান ডাকাতির ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে তিনিসহ পুলিশ রয়েছে এবং ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এই সড়কে প্রায় ডাকাতির ঘটনা ঘটে থাকে। তবে একসাথে এত যানবাহনে ডাকাতির ঘটনা এটিই প্রথম।

আরও পড়ুন: 


ননদ-ভাবিকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাঙামাটিতে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

একদিনে করোনা শনাক্ত ৫৭১৭


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর