এবার পানশির উপত্যকা দখলে অগ্রসর হচ্ছে তালেবান

এবার পানশির উপত্যকা দখলে অগ্রসর হচ্ছে তালেবান

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের পানশির উপত্যকা দখলে এবার অগ্রসর হচ্ছে তালেবান। অন্যদিকে, তাদের বিরুদ্ধে লড়তে হাজারো যোদ্ধা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে তালেবান বিরোধী একটি প্রতিরোধগোষ্ঠী। তালেবান এরই মধ্যে পানশিরে এনআরএফ এর ঘাঁটি ঘিরে ফেলা এবং বিরোধী গোষ্ঠীটিকে অবরুদ্ধ করে ফেলার দাবি করেছে।

এদিকে, তালেবান প্রতিরোধ গোষ্ঠীর সদস্যরাও বলেছেন, তালেবান এখন কাবুলের উত্তর পশ্চিমের এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।

১৯৯০ এর দশকে আফগানিস্তানে যুদ্ধ চলার সময় হিন্দুকুশ পর্বতের মাঝে থাকা এই পানশির প্রদেশের নিয়ন্ত্রণ নিতে পারে নি তালেবান জঙ্গিরা।

 আফগানিস্তান ত্যাগে সক্ষম সবাইকে সরিয়ে নেওয়া নিশ্চিতে সম্মত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন


আশরাফ গনিকে ক্ষমা ঘোষণা করেছে তালেবান

খিচুড়ি কম দেওয়ায় আওয়ামী লীগ কর্মীকে হত্যা, আটক ২

বিশ্বে করোনা সংক্রমণ কমেছে

তালেবানের হাত থেকে বাঁচতে ভারতে আসেন সালমানের নায়িকা


অন্যদিকে, আফগানিস্তানকে আর কখনো সন্ত্রাসীদের স্বর্গে পরিণত হতে দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি। একই সঙ্গে মুসলিম দেশগুলোর এই জোট দেশটির চলমান সংকট সমাধানে সংলাপ শুরুর আহ্বান জানিয়েছে।

news24bd.tv রিমু  

এই রকম আরও টপিক