গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল

গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আগ্নেয় বেলুন ওড়ানোর জবাবে হামলা চালানো হয়।

ইসরায়েলি হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনও খবর পাওয়া যায়নি।

এদিকে ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের একটি অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং রকেট ছোড়ার স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়।

গাজা উপত্যকার চারটি ভবনে ইসরায়েলি বিমান হামলা যুদ্ধাপরাধ হয়ে থাকতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গ্রুপ হিউম্যান রাইটস ওয়াচ। গত মে মাসে সংঘাতের সময় এসব ভবন ধ্বংস হয়।  

আরও পড়ুন


এবার পানশির উপত্যকা দখলে অগ্রসর হচ্ছে তালেবান

ফজিলতময় সূরা আল ফালাক

বিশ্বে করোনা সংক্রমণ কমেছে


উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে রাতে বিমান হামলা পরিচালনা করেছে। গাজা উপত্যকার ক্ষমতায় রয়েছে ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

news24bd.tv রিমু