খুলনার বোমা তৈরির সরঞ্জামসহ আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেপ্তার

খুলনার বোমা তৈরির সরঞ্জামসহ আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেপ্তার

Other

খুলনায় বোমা তৈরির সরঞ্জামসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির কাউন্টার টেররিজম ও খুলনা সিআইডি। তাদের কাছ থেকে মোটরসাইকেল ও মোবাইলসহ জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে খুলনা মেট্রো এন্ড জেলা সিআইডির পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নগরীর লবনচরা থানার মোহাম্মদনগর এলাকার নাসিম এবং একই এলাকার হাসান।

নাসিম মহানগরীর বানিয়াখামারের নজরুল ইসলামের ছেলে ও হাসান শরিয়তপুরের সখিপুর থানার খাসগাজীপুরের খোকন মোল্লার ছেলে।

আরও পড়ুন


মার্কিন সেনা প্রত্যাহার আফগানিস্তানের সব গোষ্ঠীর জন্য টার্নিং পয়েন্ট

বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুতে শীর্ষে ইন্দোনেশিয়া

গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য বোমা হামলা চালিয়েছে ইসরায়েল

ওমান গমনেচ্ছুদের জন্য সুখবর


এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নগরীর ময়লাপোতা মসজিদের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। দুইজনই খুলনায় বসবাস করেন।

জিজ্ঞাসাবাদের পর সোমবার বিকেল ৩টার দিকে নাসিমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি এয়ারগান, এয়ারগানের গুলি ৬৩টি, গান পাউডার সদৃশ বস্তু ৩টি কৌটাসহ ২৮৩ গ্রাম, বিয়ারিংয়ের বল ৪০৫টি, বারুদ ৩০০ গ্রাম, ব্যাটারির গুড়াসহ নানা সামগ্রী জব্দ করা হয়।

news24bd.tv এসএম