কুষ্টিয়ায় একদিনে করোনায় আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪৭

কুষ্টিয়ায় একদিনে করোনায় আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪৭

Other

কুষ্টিয়ায় করোনা রোগী কমলেও সেই তুলনায় কমছে না মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন করোনায় শনাক্ত ছিলেন। ৩ জনের করোনার উপসর্গ ছিলো।

সোমবার (২৩ আগষ্ট) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (২৪ আগষ্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে এদের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এপর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত মোট ৭০৯ জনের মৃত্যু হলো।

এছাড়াও ২৭১ জনের নমুনা পরীক্ষা করে আরো নতুন ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া সদরে ১৬ জন, সীমান্তবর্তী দৌলতপুর উপজেলায় ১২ জন, কুমারখালী ও খোকসায় ৭ জন করে, মিরপুরে ৪ জন ও ভেড়ামারায় ১ জন আক্রান্ত হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমে ১৭.৩৫ শতাংশ হয়েছে। এই সময়ে আরো ১৯১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

আরও পড়ুন


সুইফট সিস্টেম থেকে এখনই বেরিয়ে যাবে না রাশিয়া

খুলনার বোমা তৈরির সরঞ্জামসহ আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেপ্তার

মার্কিন সেনা প্রত্যাহার আফগানিস্তানের সব গোষ্ঠীর জন্য টার্নিং পয়েন্ট

বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুতে শীর্ষে ইন্দোনেশিয়া


এসব তথ্য নিশ্চিত করে তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন জানান, রোগী কমে এসেছে হাসপাতালে। করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে, নির্ধারিত ২শ’ বেডের অনুকূলে বর্তমানে ভর্তি আছে ১২৭ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৯৭ জন। ৩০ জনের উপসর্গ আছে। অধিকাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, এক সপ্তাহে কুষ্টিয়ায় করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ১৭ হাজার ৩শ’ ৫৬ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫০ জন। এদিকে, করোনার টিকাদান কর্মসূচী চলছে।

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক