শেরপুরে ৪টি তক্ষকসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব

শেরপুরে ৪টি তক্ষকসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব

Other

শেরপুরের নকলায় চারটি জীবিত তক্ষকসহ লোকমান হাসান (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর)। সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ধনাকুশা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত লোকমান স্থানীয় মো. মমতাজ উদ্দিনের ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে নকলা উপজেলার ধনাকুশা এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় পাচারের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখা চারটি জীবিত তক্ষকসহ লোকমান হাসানকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুন


কুষ্টিয়ায় পদ্মায় পানি কমেছে, দেখা দিয়েছে ভাঙন

চিলাহাটিতে রেল ক্রসিংয়ে ইট বোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত এক

কারাগারে বিয়ে নিয়ে বিস্ময়কর তথ্য দিলেন পরীমণি

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, প্রাথমিক বিদ্যালয়ে থাকতে হবে সকল শিক্ষককে


পরে রাতেই বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আটককৃত লোকমান ও জব্দকৃত তক্ষক নকলা থানায় সোপর্দ করা হয়। জব্দকৃত ৪টি তক্ষকের মূল্য প্রায় ৫২ লক্ষ টাকা বলে জানিয়েছে র‌্যাব। চারটি তক্ষকের মধ্যে একটি ১৪ ইঞ্চি, একটি ১৩ ইঞ্চি ও বাকি দুটি ছয় ইঞ্চি করে।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, আটককৃত লোকমান হাসান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুরের বিভিন্ন স্থানে তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

news24bd.tv এসএম