যুক্তরাষ্ট্র থেকে আজ দেশে ফিরছেন সাকিব

যুক্তরাষ্ট্র থেকে আজ দেশে ফিরছেন সাকিব

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার সঙ্গে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষে স্ত্রী-সন্তানের দেখতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সে সময়ই সবারই জানা ছিল নিউজিল্যান্ড সিরিজের আগেই দেশে ফিরবেন সাকিব। কিন্তু কবে ফিরবেন সেটি নির্ধারিত ছিল না।

নিয়ম অনুসারে টিম হোটেল ‘ঢাকা ইন্টারকন্টিন্টালে’ জৈব সুরক্ষা বলয়ে ঢোকার আগে করোনা টেস্ট ছিল বাধ্যতামুলক।

কোনো কোনো ক্রিকেটার অবশ্য গত ২২ আগস্ট রাত থেকেই হোটেলে জৈব সুরক্ষা বলয়ে আছেন।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) রাতের মধ্যে প্রায় সবাই হোটেলে জৈব সুরক্ষা বলয়ে অবস্থান নেবেন। বোর্ড থেকে আগে এমনটাই জানানো হয়েছে। তাহলে যুক্তরাষ্ট্র অবস্থানরত সাকিব আল হাসানের কী হবে?

দেশ ও বিশ্বসেরা অলরাউন্ডার কবে দেশে ফিরে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন? ভক্ত ও সমর্থকদের কৌতুহলি প্রশ্ন।

বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম দিয়েছেন এ কৌতুহলি প্রশ্নর জবাব।

আরও পড়ুন


আগামী ৩০ আগস্ট আসছে ফাইজারের ১০ লাখ টিকা

মশক নিয়ন্ত্রণে সুপারভাইজারদের দায়িত্ব নিতে হবে: মেয়র আতিক

শেরপুরে ৪টি তক্ষকসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব

কুষ্টিয়ায় পদ্মায় পানি কমেছে, দেখা দিয়েছে ভাঙন


রাবিদ জানিয়েছেন, ‘সাকিব আজ রাতেই দেশে ফিরে আসছেন এবং এদিনই তিনি হোটেলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ঢুকে পড়বেন। ’

প্রসঙ্গতঃ গত ১১ আগস্ট মধ্য রাতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটাতে ঢাকা থেকে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সাকিব এবং প্রায় দু’সপ্তাহ সেখানে পরিবারের সঙ্গে কাটিয়ে মঙ্গলবার গভীর রাতে দেশে ফিরে আসছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

হোটেলে কোয়ারেন্টাইনে থাকার পর আগামী ২৭ আগস্ট শুক্রবার প্রথম প্র্যাকটিস সেশনেও অংশ নেবেন সাকিব।

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক