যশোরে মরিচের বাজার দর ভালো, লাভ দেখছে কৃষকরা

Other

টানা বৃষ্টিতে এ বছর যশোরে কাঁচা মরিচের ফলন বিপর্যয় হয়েছে। এ অবস্থায় উৎপাদন কম হওয়ায় বাজারে কাঁচা মরিচের দর বেশ চড়া। দাম ভালো থাকায় লাভের মুখ দেখেন কৃষকরা।

তবে বাজার নিয়ন্ত্রণে গেল ১০ আগস্ট থেকে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করছে সরকার ।

এতে হতাশ কৃষকরা।

যশোরে গেল কয়েকদিনে অতিবৃষ্টির কারণে মরিচের গাছের বেশ ক্ষতি হয়েছে। এতে উৎপাদন কম হয়েছে। তবে বাজার দর ভালো থাকায় লাভের মুখ দেখছিলেন কৃষকরা।

তবে বাজার নিয়ন্ত্রণে গেল ১০ আগস্ট থেকে ভারত থেকে মরিচ আমদানি শুরু করেছে সরকার।

কৃষকরা বলছেন, প্রতিবছর বৃষ্টির সময়ে মাত্র কয়েকদিনের জন্য বাজারে মরিচের দাম একটু বাড়তি থাকে। এসময় তারা একটু দাম বেশি পেয়ে থাকেন।

তবে এবছর ভরা মৌসুমেই ভারত থেকে মরিচ আমদানি করায় বাজার দর কমে গেছে। এখন লাভ তো দূরের কথা লোকসানের আশঙ্কায় দিশেহারা তারা।

আমদানি করা মরিচ নিয়ে কৃষক হতাশ হলেও বাজারে এর কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন কৃষি কর্মকর্তারা।

কৃষি বিভাগের হিসেবে, যশোর জেলায় চলতি মৌসুমে ৬৫৫ হেক্টর জমিতে নানা জাতের মরিচ চাষ হয়েছে।

আরও পড়ুন: 


ভাসানচরে পানিতে পড়ে প্রাণ গেল ৩ রোহিঙ্গা শিশুর

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

গোয়েন্দা পুলিশের জালে ৩মাদক কারবারি


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর