চেকপোস্ট দেখে মোটরসাইকেল নিয়ে পালাচ্ছিল ছাত্রলীগ কর্মী

চেকপোস্ট দেখে মোটরসাইকেল নিয়ে পালাচ্ছিল ছাত্রলীগ কর্মী

অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় চুরি করা মোটরসাইকেলসহ এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম আহমদ সায়েল।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, সায়েল উপজেলার ভোগতেরা এলাকার আব্দুল লতিফের ছেলে। সে জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের ছোট ভাই।

সায়েল উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী তবে ছাত্রলীগের কোনো পদে সে নেই বলে জানিয়েছেন ছাত্রলীগের এক নেতা।

আর পড়ুন: 

প্রাইভেটকারে ‘ছাগল চুরি’ করছিল ছাত্রলীগ নেতা, চোর চোর বলে ধাওয়া

করোনার এই সময়ে ছাত্রলীগ নেতার এ কেমন কাণ্ড

ছাত্রলীগের এ কী কাণ্ড!

ডিবি পুলিশ জানায়, সোমবার রাতে জানা যায়, ভোগতেরা এলাকার আহমদ সায়েল চোরাই মোটরসাইকেল বিক্রয়ের জন্য মানিকসিংহ বাজারে আসছে। পরে সেখানে চেকপোস্ট বসিয়ে গাড়ি চেকিংয়ের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন: 


ভাসানচরে পানিতে পড়ে প্রাণ গেল ৩ রোহিঙ্গা শিশুর

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

গোয়েন্দা পুলিশের জালে ৩ মাদক কারবারি


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর