বিমানবন্দরে আফগানদের কাছ থেকে চাঁদা তুলছে মার্কিন সেনারা

বিমানবন্দরে আফগানদের কাছ থেকে চাঁদা তুলছে মার্কিন সেনারা

অনলাইন ডেস্ক

মার্কিন সেনারা আফগানিস্তানের কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকেচাঁদা তুলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তালেবানরা গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর কিছু আফগান নাগরিকের মধ্যে দেশত্যাগের হিড়িক পড়ে যায়। এই সুযোগে বিমানবন্দরে মোতায়েন মার্কিন সেনারা আফগান নাগরিকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করে নিচ্ছে।

দেশ ত্যাগকারী আফগান নাগরিকদের উদ্ধৃতি দিয়ে ইরানি বার্তা সংস্থার ‘নূর নিউজ’ এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

নূর নিউজ জানায়, মার্কিন নাগরিকদের নির্বিঘ্নে আফগানিস্তান থেকে পালিয়ে যেতে সহায়তা করার জন্য কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় মার্কিন মেরিন সেনাদের মোতায়েন করা হয়েছে। তারা বিমানবন্দরে ভিড় করা আফগান নাগরিকদেরকে বিদেশগামী বিমানে উঠিয়ে দিতে সহযোগিতা করার জন্য একেকজনের কাছ থেকে সুবিধামতো ৫০০  থেকে ২,০০০ ডলার পর্যন্ত হাতিয়ে নিচ্ছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, যারা চাঁদা দিতে পারছে না তাদেরকে কোনো ক্রমেই বিমানবন্দরে ঢুকতে দিচ্ছে না মার্কিন সেনারা। আর পশ্চিমাদের নিয়ন্ত্রিত গণমাধ্যম এ খবর প্রচার করছে না।

আরও পড়ুন


সাতসকালে সিরাজগঞ্জে সড়কে ঝরলো তিন প্রাণ

গণমাধ্যমে বিবৃতি দিয়ে যা জানালেন হেফাজতের নতুন আমির

রোহিঙ্গারাও সব ধরনের নাগরিক অধিকার ভোগ করবে: মিয়ানমার

পরবর্তী পদক্ষেপ ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠা: জয়


তবে এভাবে হুড়োহুড়ি করে দেশত্যাগ না করতে আফগান নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেছেন, পশ্চিমা দেশগুলো আফগান নাগরিকদের নিয়ে তাদেরকে নীচু মানের কাজে নিয়োগ দেবে। তিনি আফগানিস্তানের জনগণকে দেশত্যাগ উৎসাহিত না করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।

মার্কিন সেনাদের চাঁদাবাজির ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত না হওয়ার কারণে সম্পর্কে পর্যবেক্ষকরা বলছেন, তালেবানের অগ্রাভিযানের মুখে আমেরিকা ও ব্রিটেনসহ সবগুলো পশ্চিমা দেশ আফগান যুদ্ধে শোচনীয় পরায়বরণ করেছে। এ অবস্থায় এসব পশ্চিমা দেশের গণমাধ্যমে আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বাস্তবতার উল্টোচিত্র তুলে ধরা হবে  এটাই স্বাভাবিক। তাদের মতে, পরাজিত শক্তির গণমাধ্যমে আফগানিস্তান সম্পর্কে ইতিবাচক খবর আশা করা যায় না। সূত্র: পার্সটুডে।

news24bd.tv এসএম