আফগানিস্তানকে সহায়তা দেওয়া স্থগিত করলো বিশ্বব্যাংক

আফগানিস্তানকে সহায়তা দেওয়া স্থগিত করলো বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক

দীর্ঘ ২০ বছর পর গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে দেশটিকে নিয়ে অস্থিরতা শুরু হয়েছে। সবাই উদ্বিগ্ন দেশটির ভবিষ্যৎ নিয়ে। তাই দেশটির নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ায় আফগানিস্তানকে সহায়তা দেওয়া স্থগিত করেছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিশ্বব্যাংকের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে।  

বিশ্বব্যাংকের মুখপাত্র মার্সেলা সানচেজ বেন্ডার বলেন ‘আফগানিস্তানে চলমান পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দেশটির উন্নয়নে, বিশেষ করে নারীদের ওপর এই পরিস্থিতির প্রভাবের বিষয়ে। ’

তিনি আরও বলেন, বিশ্বব্যাংক আফগানিস্তানে কষ্টার্জিত উন্নয়নমূলক কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখা ও এসব সংরক্ষণের উপায় খুঁজছে।

আরও পড়ুন


বিমানবন্দরে আফগানদের কাছ থেকে চাঁদা তুলছে মার্কিন সেনারা

সাতসকালে সিরাজগঞ্জে সড়কে ঝরলো তিন প্রাণ

গণমাধ্যমে বিবৃতি দিয়ে যা জানালেন হেফাজতের নতুন আমির

রোহিঙ্গারাও সব ধরনের নাগরিক অধিকার ভোগ করবে: মিয়ানমার


আফগানিস্তানে বর্তমানে দুই ডজনের মতো উন্নয়নমূলক প্রকল্প রয়েছে বিশ্বব্যাংকের। বিশ্বব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, ২০০২ সাল থেকে এ পর্যন্ত দেশটিকে ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে তারা।

গত ১৫ আগস্ট কাবুলের পতনের মধ্য দিয়ে দ্রুতই আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে আফগানিস্তানের নারীদের স্বাধীনতা, ক্ষমতায়ন, শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে বিশ্বমহল। সূত্র: সিএনএন।

news24bd.tv এসএম