ঐক্যমতে রাশিয়া-চীন, মোকাবিলা করবে আফগানিস্তানের হুমকি

ঐক্যমতে রাশিয়া-চীন, মোকাবিলা করবে আফগানিস্তানের হুমকি

অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা হয়েছে।

এতে সশস্ত্র ইসলামি গোষ্ঠী তালেবান আফগানিস্তানের ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর দেশটিতে উদ্ভূত হুমকি মোকাবিলায় রাশিয়া এবং চীন প্রচেষ্টা জোরদার করবে বলে ঐক্যমতে পৌঁছেছে।

এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, টেলিফোনে আলাপকালে উভয় রাষ্ট্রনেতা আফগান ভূখণ্ডে উদ্ভূত সন্ত্রাসবাদ এবং মাদক পাচারের হুমকি মোকাবিলায় প্রচেষ্টা বাড়ানোর জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন। একই সঙ্গে তারা আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব এবং ওই অঞ্চলে অস্থিতিশীলতার বিস্তার রোধের ব্যাপারেও কথা বলেছেন।

টেলিফোনে আলোচনায় ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং দ্বিপাক্ষিক যোগাযোগ জোরদার করতে সম্মত এবং সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহারে সম্মত হয়েছেন।

এ জন্য আগামী মাসে তাজিকিস্তানে এসসিওর শীর্ষ সম্মেলন আহ্বান করা হতে পারে বলে ক্রেমলিনের বিবৃতিতে জানানো হয়েছে।  

আরও পড়ুন:


বাগেরহাটে বন কর্মকর্তার বিরুদ্ধে গাছ পাচারের অভিযোগ

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর