বিদেশি ফল মাল্টা চাষে ঝুঁকছেন নরসিংদীর চাষিরা

Other

নরসিংদীতে জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশি ফল মাল্টা চাষ। উৎপাদন খরচ কম ও লাভজনক হওয়ায় চাষিরাও ঝুঁকছেন মাল্টা চাষে।

থোকায় থোকায় ঝুলছে মাল্টা। একেকটি গাছে মালটা ধরেছে ৩০০ থেকে ৪০০ টি পর্যন্ত।

এমন চিত্র নরসিংদীর শিবপুর উপজেলার সিফুরিয়া গ্রামের আক্তার হোসেনের মাল্টা বাগানের। আবহাওয়া অনুকুলে থাকায় এবার জেলায় মাল্টার বাম্পার ফলন হয়েছে।

স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে এই সুস্বাদু ও রসালো মাল্টা ফল।

কম খরচ ও লাভজনক হওয়ায় জেলার অনেক শিক্ষিত  বেকার যুবকেরাও ঝুঁকছেন মাল্টা চাষে ।

 
কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের মাল্টা চাষে সব ধরনের সহযোগিতার কথা জানানো হয়।
চলতি বছর নরসিংদী জেলায় মোট ৫৩ হেক্টর জমিতে মাল্টার চাষ করা হয়েছে।

আরও পড়ুন:


বাগেরহাটে বন কর্মকর্তার বিরুদ্ধে গাছ পাচারের অভিযোগ

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর