করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানের সাবেক অধিনায়ক

মিজবাহ উল হক

করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানের সাবেক অধিনায়ক

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দলটির কোচ মিজবাহ উল হক।

এক টুইট বার্তায় তার করোনা শনাক্তের খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
 
তবে, করোনার তেমন কোন উপসর্গ নেই সাবেক এই ক্রিকেটারের। আপাতত তাকে জ্যামাইকাতে থাকতে হবে ১০ দিনের কোয়ারেন্টাইনে।

মিজবাহ উল হককে সেখানে রেখেই দলের বাকি সদস্যরা পাকিস্তানে ফিরে গেছেন। রিপোর্ট নেগেটিভ হলে তবেই তিনি দেশে যেতে পারবেন।

আরও পড়ুন


সূরা ইয়াসিন বুঝে পড়ার উপকারিতা

আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল

বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে, একদিনে ১১ হাজারেরও বেশি প্রাণহানি

সুমদ্রপাড়ে স্বচ্ছ পোশাকে শ্রাবন্তী, কী বললেন মিমি!


উল্লেখ্য, চার ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। চার ম্যাচের টি-টোয়েন্টির মাত্র একটিতেই ফল এসেছিল।

যেখানে সফরকারীরা জয় পায় ৭ রানে। দুই টেস্টের প্রথমটিতে হেরে যায় পাকিস্তান।

news24bd.tv রিমু