মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণ, শিশুসহ গুরুতর দগ্ধ ৭

মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণ, শিশুসহ গুরুতর দগ্ধ ৭

Other

মিরপুরে আবাসিক ভবনে গ্যাস লাইন বিস্ফোরণের আগুনে শিশুসহ ৭ জন গুরুতর দগ্ধ হয়েছেন। ভর্তি করা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিটিউটে। এলাকাবাসী বলছেন, স্থানীয় মিস্ত্রি সুমনকে দিয়ে গ্যাস লাইন মেরামত করেন ভবনের বাসিন্দা শফিক। মেরামত শেষে ম্যাচের কাঠি জ্বালিয়ে গ্যাস লাইনের ছিদ্র পরীক্ষা করতে গেলেই মুহুর্তের বিস্ফোরণে ঝলসে যান শফিক, সুমনসহ আশেপাশের আরো ৫ জন।

আরও পড়ুন


সূরা ইয়াসিন বুঝে পড়ার উপকারিতা

আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিল

বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে, একদিনে ১১ হাজারেরও বেশি প্রাণহানি


কিছু বুঝে ওঠার আগেই আগুনে ঝলসে গেছেন ভবনটির বাসিন্দা শফিক আর গ্যাস পাইপ মেরামতকারি সুমন।

বুধবার রাত তখন ১১টা। এলাকাবাসী বলছিলেন, মিরপুর–১১ নম্বর সি–ব্লকের ১১ নম্বর রোডের এই বাড়িটির গ্যাস লাইনে পানি ঢুকে পড়ে। চূলায় গ্যাস পাওয়া যায় না, আগুন জ্বলে না তাই রান্নাও হয় না।

স্থানীয় মিস্ত্রি সুমন লাইন থেকে পানি বের করে সংযোগ মেরামতের পর পরীক্ষা করতে গেলেই মুহুর্তেই বিকট শব্দের বিস্ফোরণে পুরো বাড়িতে আগুন জ্বলে ওঠে।

আগুনে পোড়েন বাড়ির মালিক ফুল মিয়ার দুই স্ত্রী রওশন আরা এবং রিনা বেগম ও রিনা বেগমের ছেলে শফিকুল ইসলাম। মিস্ত্রি সুমনসহ দগ্ধ হন নিচ তলার ভাড়াটিয়া রেনু বেগম এবং পাশের বাসার নাজনীন ও তার মেয়ে ৬ বছরের নওশীন। দগ্ধ ৭ জনের অবস্থাই গুরতর।

news24bd.tv রিমু