ভেনেজুয়েলায় ভারি বর্ষণে বন্যা-ভূমিধস, অন্তত ২০ জনের মৃত্যু

ভেনেজুয়েলায় ভারি বর্ষণে বন্যা-ভূমিধস, অন্তত ২০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় মেরিদা প্রদেশে ভারি বর্ষণের পর ভূমিধস ও বন্যায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছে ১৭ জন। বন্যার কারণে ভেনেজুয়েলার অন্তত ৯ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।   

প্রদেশটির গভর্নর জানিয়েছেন, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ধ্বংস হয়েছে হাজারেরও বেশি ঘরবাড়ি। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এছাড়া আড়াই হাজারের বেশি মানুষ বিভিন্ন জায়গায় আটকা পড়েছে।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশটির ৫৭ মিউনিসিপ্যালিটির ৫৪ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত।

অন্তত ১৪০ জন জরুরি কর্মীসহ উদ্ধারকাজে সহায়তা করছে দেশটির সেনাবাহিনী।  

আরও পড়ুন:

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে যে পরামর্শ দিল স্বাস্থ্য অধিদপ্তর

দেশে করোনায় একদিনে আরও ১১৪ জনের মৃত্যু

হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন

পাবজি ও ফ্রি ফায়ারকে বন্ধ করতে নির্দেশনা দিল বিটিআরসি


দেশটির বন্যা কবলিত এলাকাগুলোতে খাবার, ওষুধ, বিশুদ্ধ পানিসহ জরুরি ত্রাণ পাঠানোর আহবান জানিয়েছে দেশটির সরকার।  

news24bd.tv/ নকিব