আফগানিস্তানের টোলো নিউজের সাংবাদিকের মৃত্যুর দাবি ঘিরে ধোঁয়াশা দেখা দিয়েছে। প্রথমে আফগানিস্তানের বেসরকারি নিউজ চ্যানেল টোলো নিউজ টুইটে জানায়, তাদের সাংবাদিক জিয়ার ইয়াদ খানকে খুন করেছে তালিবান। তার সামান্য পরে সেই সাংবাদিক নিজেই টুইটে জানান, তালেবান হামলা হয়েছিল ঠিকই, কিন্তু তিনি বেঁচে আছেন।
টুইটে জিয়ারের দাবি, ‘কাবুলের নিউ সিটি এলাকায় গিয়েছিলাম খবর সংগ্রহ করতে।
অন্য একটি টুইটে তিনি লেখেন, ‘আমি এখনও বুঝতে পারছি না কেন তালিবান আমার সঙ্গে এ রকম ব্যবহার করল। তালিবান নেতারা এই খবর পেয়েছেন নিশ্চয়ই। হামলাকারীরা এখনও গ্রেফতার হয়নি। যা এ দেশে মত প্রকাশের অধিকারের পরিপন্থী। ’
আরও পড়ুন:
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে যে পরামর্শ দিল স্বাস্থ্য অধিদপ্তর
পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে আফগানিস্তানে, খুলছে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান
হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন
পাবজি ও ফ্রি ফায়ারকে বন্ধ করতে নির্দেশনা দিল বিটিআরসি
স্থানীয় সূত্রে খবর, কাবুলে দারিদ্র ও কর্মসংস্থানের উপর একটি প্রতিবেদন করছিলেন জিয়ার ইয়াদ। আফগানিস্তানে দ্বিতীয় বার তালিবান ক্ষমতায় আসার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের উপর হামলার ঘটনা বেড়ে চলেছে। জুলাই মাসে কান্দাহারে তালেবানি আক্রমণে প্রাণ হারান পুলিত্জার পাওয়া ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি।
সূত্রঃ আনন্দবাজার
news24bd.tv/ নকিব