বাংলাদেশ হারলে আমার বউ-বাচ্চাও সামনে আসে না : পাপন

বাংলাদেশ হারলে আমার বউ-বাচ্চাও সামনে আসে না : পাপন

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি জানিয়েছেন। নাজমুল হাসান পাপনকে ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

আজ বৃহস্পতিবার রাজাধানীর একটি হোটেলে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) গণমাধ্যমের প্রশ্নের উত্তরে একথা বলেন ক্রিকেট বোর্ডের অভিভাবক।

আগামী মাসেই বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে।

পাপন বলেন, আগামী মাসের ১ বা ২ তারিখ বোর্ড মিটিংয়ে নির্বাচন নিয়ে একটু ভিন্নতা পাবেন আপনারা। এটাতে সন্দেহ নেই। এবারের নিবার্চনটা অন্যগুলোর তুলনায় ভিন্ন হবে।

বিসিবি সভাপতি জানিয়েছেন, চিকিৎসক ক্রিকেট সংশ্লিষ্ট চাপ থেকে দূরে থাকতে বলেছেন তাকে।


আরও পড়ুন:

আদালতের রায়ে শিশুকে কাছে পেলেন ভারতীয় মা

পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে আফগানিস্তানে, খুলছে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান

হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন


ক্রিকেটকে অনেক সময় দিতে হয়। জালাল ভাই (পরিচালক জালাল ইউনুস) ভাই নিউজিল্যান্ড ও ববি ভাই (পরিচালক সাজ্জাদুল আলম ববি) জিম্বাবুয়ে সফর করেছেন তারা বলতে পারবেন। চাপের বিষয়টি ইঙ্গিত দিয়ে পাপন বোঝাতে চেয়েছেন, ভোর থেকে খেলা দেখা, সারারাত জেগে থাকা। ঘুমাতে যাওয়ার আগে খেলোয়াড়দের সঙ্গে কথা বলা...।

চিকিৎসকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, হার আমি মেনে নিতে পারি না। বাংলাদেশ হারলে আমার মেজাজ খারাপ থাকে। আমার বউ-বাচ্চাও সামনে আসে না। ডাক্তার বলেছেন ক্রিকেট থেকে দূরে থাকতে যেন বোর্ডে থাকলেও এসব না করি।

news24bd.tv/এমি-জান্নাত