গত কয়েকদিন ধরে ইউটিউবে ঘোরাঘুরি করছিলাম। আচ্ছা, ইউটিউবের কী আলাদা কোনো ব্যাকারণ আছে? ইউটিউব মানেই কী- তাতে ‘ট্যাবলয়েড, ট্যাবলয়েড’ টেস্ট থাকতে হবে! হেডিং এ (এটাকে নাকি থাম্বনিল না কী যেনো বলে), কনটেন্ট এ!
ইউটিউবে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিলো- কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যে ইউটিউবসহ সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের জন্য আইন করার উদ্যোগ নিয়েছিলেন- যেটি ভোটের কারণে এখন থমকে আছে এবং তিনি সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রথমেই সেটিকে পাশ করিয়ে নেবেন, সেটি অত্যন্ত সঠিক পদক্ষেপ ছিল।
ইউটিউব বিশাল একটি মিডিয়া, শক্তিশালী মিডিয়াও। অথচ এর মেজাজটায় কেমন যেনো ‘ইবনে মিজান টাইপ’ এর নিয়ন্ত্রণ, ‘সত্যজিত রায় টাইপে’র সেখানে টিকে থাকাই কঠিন!
আরও পড়ুন:
পরীমণির জামিন আবেদন দুই দিনের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টের রুল
বঙ্গোপসাগরে ঢেউয়ের আঘাতে তলা ফেটে ট্রলার ডুবি
news24bd.tv তৌহিদ