আফগানিস্তানে আবারও সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। টোলো নিউজ রিপোর্টার জিয়ার খান ইয়াদকে মারধর করেছে তালেবানরা। দারিদ্র্য ও বেকারত্ব নিয়ে খবর করায় তালেবানের রোষের মুখে পড়েন জিয়া। এর পরই সাংবাদিক জিয়ার ইয়াদ ও তার সঙ্গী চিত্রগ্রাহককে বেদম মারধর করা হয়।
টোলো নিউজের তরফ থেকে আজ বৃহস্পতিবার সকালে টুইট করে জানানো হয়, তাদের চ্যানেলের সাংবাদিক জাইর ইয়াদ খান ও তার ক্যামেরাম্যানকে নিয়ে হাজি ইয়াকুব অঞ্চলে দরিদ্রতা, বেকারত্বের বিষয়ে সংবাদ সংগ্রহ করছিলেন। সেই সময়ই তাদের আটক করে তালেবান। পরিচয়পত্র দেখার পর বেধড়ক মারধর করা হয়। এই ঘটনা গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানিয়েছে তালেবান। সাংবাদিক নির্যাতনের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে তালেবান।
আরও পড়ুন:
বাংলাদেশ হারলে আমার বউ-বাচ্চাও সামনে আসে না : পাপন
আদালতের রায়ে শিশুকে কাছে পেলেন ভারতীয় মা
পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে আফগানিস্তানে, খুলছে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান
হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন
আফগানিস্তানের দখল তালেবানের হাতে যাওয়ার পর থেকে সেখানে সাংবাদিক ও সংবাদমাধ্যমের কর্মীর ওপর হামলা করা হচ্ছে। জিয়ারের ঘটনা আফগানিস্তানে কর্মরত সাংবাদিকদের মনে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। অনেকেই এ পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন এবং জিয়ারসহ সাংবাদিক নির্যাতনের ঘটনার তদন্ত দাবি করেছেন।
সূত্র : টোলো নিউজ, এনডিটিভি
news24bd.tv/এমি-জান্নাত