লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড ইলিউশনের সকল পণ্য এখন থেকে পাওয়া যাবে ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালিতে। বুধবার (২৫ আগস্ট) ইভ্যালির হেড অফিসে এ সংক্রান্ত একটি চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
ইলিউশনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অপারেশন্স ম্যানেজার মো. আসাদ হোসাইন। ইভ্যালির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার জাহিদ হাসান।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে ইলিউশনের সকল পণ্য অনলাইন সেবাদাতা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্লাটফর্ম থেকেও ক্রেতারা কিনতে পারবেন।
আরও পড়ুন:
পরীমণির জামিন আবেদন দুই দিনের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টের রুল
বঙ্গোপসাগরে ঢেউয়ের আঘাতে তলা ফেটে ট্রলার ডুবি
প্রসঙ্গত, ইলিউশন কাজ করছে তরুণ-তরুণীদের লাইফস্টাইল প্রোডাক্ট নিয়ে। ইতোমধ্যেই ব্রান্ডটি সবার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ইলিউশনের রয়েছে নিজস্ব পোশাক, ব্যাগ ও জুতো। অনলাইনে বিক্রির দিক থেকে সেরাদের কাতারেই অবস্থান করছে ব্র্যান্ডটি । খুব শিগগিরই ইলিউশন নিয়ে আসছে দেশীয় ঐতিহ্যের নিজস্ব ডিজাইনের পোষাক। যেখানে দেশের ইতহাস-সংস্কৃতি ফুটে উঠবে।
news24bd.tv/আলী